Tik tok,Likee ধ্বংস করছে পাকুন্দিয়ার যুবসমাজ।পাকুন্দিয়ার খবর।

 আমাদের শহরের পরিবেশ ও গ্রামের পরিবেশের  অনেক পার্থক্য রয়েছে। শহরের ছেলেরা চুল কালার বা বিভিন্ন স্টাইলে চুল রাখে ও মেয়েরা প্যাট শার্ট পরে রাস্তায় ঘুরে।গ্রামের ছেলেমেয়েদের খুব কম এরকম অবস্থায় দেখা যায়।

পাকুন্দিয়ার খবর

কিন্ত বর্তমানে tiktok, likee এর কারনে পাকুন্দিয়ার অনেক ছেলেদের চুলের স্টাইল ও চুলে কালার করা দেখা যায় এবং অনেক মেয়েই প্যান্ট শার্ট পরে ছেলেদের সাথে বিডিও করছে। ছেলেমেয়ে একসাথে মেশার ফলে তাদের মধ্যে অনেক সময় শারারিক সম্পর্ক তৈরি হচ্ছে।তারা সামাণ্য like পাবার জন্য অনেক সময় এরকম বিডিও করে থাকে যা আমাদের গ্রামের পরিবেশের সাথে খাপ খায়না।ধুমপান সহ আরো নানা ধরনের অনৈতিক কাজ হচ্ছে তাদের মধ্যে।


পরিশেষে,শহরের মানুষের থেকে গ্রামের মানুষেরা বেশি ধর্মাবলম্বী। এগুলো আমাদের একদিকে গ্রামের পরিবেশ ধ্বংস করছে অন্যদিকে আমাদের ধর্মের ও অনেক ক্ষতি করছে।

Post a Comment

0 Comments