হেলো বন্ধুরা, সকলেই কেমন আছেন? আসাকরি আপনারা সকলেই ভালো আছেন। যদি আপনার জন্ম নিবন্ধন কার্ডে কোনো ভুল থাকে মানে, নামের বানান বা অন্যান্য তথ্য তাহলে সেটি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই সংসো'ধন করতে পারবেন।
জন্ম নিবন্ধন সংশো'ধন অনলাইন করার নিয়ম
জন্ম নিবন্ধন কার্ড সংসোধন করার জন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন চালু করুন। তারপর চলে যান Google Chrome ব্রাওজারটিতে। তারপর সার্চ বারে সার্চ করুন ( bdris.gov.bd) লিখে৷ তারপর আপনি Enter অপশনে ক্লিক করলে আপনার সামনে কাঙ্ক্ষিত সেই সাইটটি চলে আসবে।
• এখন আপনি লক্ষ্য করতে পারবেন থ্রিডট অপশন। সেখানে ক্লিক করার পর ( জন্ম নিবন্ধন) নামে লেখা পাবেন। সেখানে আপনি ক্লিক করবেন।
• তারপর জন্ম নিবন্ধন তথ্য সংসো'ধন আবেদন) নামে লেখায় ক্লিক করবেন।
• তারপর একটু ক্রল করে নিচে আসলে দুটি তথ্য আপনাকে পূরণ করতে হবে। ত আপনার জন্ম নিবন্ধন কার্ড থেকে জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ বসিয়ে অনুসন্ধান লেখায় ক্লিক করুন।
• তারপর আপনার জন্ম নিবন্ধন কার্ডের সকল তথ্য আপনার সামনে চলে আসবে । আপনি এখন (নির্বাচন করুন) লেখায় ক্লিক করে কনফার্ম করে নিবেন।
তারপর আপনাকে আরো কিছু ফরম পূরণ করে নিতে হবে।
দেশ *
বিভাগ *
জেলা *
সিটি কর্পোরেশন *
অফিস *
এই তথ্যগুলো আপনি পূরন করার পর ( পরবর্তী) অপশনে ক্লিক করবেন।
• তারপর আপনি দেখতে পারবেন লিখা আছে (সর্বোচ্চ ৪ বার জন্ম নিবন্ধন সংসো'ধন আবেদন করা যাবে) । মানে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডটি ৪ বার সংসো'ধন করতে পারবেন৷ তার থেকে বেশি নয়।
সংশোধিত তথ্য নির্বাচন
বিষয় *
মানে আপনি কোন বিষয়টি সংসো'ধন করতে চাচ্ছেন তা বাছাঁই করুন। ধরুন, আমি ইংরেজিতে নামটি সংসো'ধন করতে চাচ্ছি সেটি সিলেক্ট করলাম। তবে আপনার যদি আরো কিছু সংসো'ধন করার প্রয়োজন হয় তাহলে নিচের ( আরো তথ্য সংযোজন করুন) লেখসয় ক্লিক করে বিষয়টি বাছাঁয় করুন।
চাহিত সংসোধিত তথ্য *
এখানে আপনার নামের সঠিক তথ্যটি দিন।
এখন আবার আপনাকে আরো কিছু তথ্য পূরণ করতে হবে। ত আপনি আপনার জন্ম কার্ড দেখে পূরণ করে নিবেন।
আবেদনকারীর তথ্য: এখানে আপনি যার জন্ম নিবন্ধন সংসো'ধনের জন্য আবেদন করছেন। তার তথ্য উপর ক্লিক করবেন।
আবেদনকারীর নাম:
আবেদনকারীর ঠিকানা:
ফোন নম্বর :
ইমেইল:
এগুলো দিয়ে পূরণ করে নিবেন।
ত আপনি যে তথ্যটি সংসো'ধন করতে চাচ্ছেন তার প্রমান হিসেবে আপনার জন্ম নিবন্ধন বা NID কার্ডের একটি ছবি আপনার ফোন থেকে আপলোড করে নিবেন।
পেমেন্ট এর মাধ্যমে আপনি ফ্রি আদায় লেখায় ক্লিক করে দিবেন। তারপর আপনি ( সাবমিট) লিখায় ক্লিক করে দিবেন।
তাহলে আপনাকে দেখাবে ( আবেদনটি সঠিকভাবে সাবমিট করা হয়েছে)। তারপর আপনাকে একটি আবেদনপত্র নম্বর দিবে। তারপর সেই নম্বরটি আপনি কোথায় লিখে রাখুন এবং আপনার ইউনিয়ন পরিষদের নিয়ে যান। তাহলে বাকি কাজ আপনাকে আপনার ইউনিয়ন পরিষদই করে দিবে।
ত বন্ধুরা এভাবে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ড সংসো'ধন করতে পারবে। ত আর্টিকেলটি পড়ে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে নিচের ভিডিওটি দেখে নিন।