হেলো বন্ধুরা, সকলেই কেমন আছেন? আসাকরি আপনারা সকলেই ভালো আছেন। অনেক সময় আমরা ভুলে বা সিক্রেট কোনো কারণে মেসেঞ্জার থেকে চ্যাট, ছবি বা ভিডিও ডিলেট করে দেই। যা পরবর্তী সময়ে অনেক প্রয়োজন হয়ে থাকে। আবার অনেক সময় মেসেঞ্জারে প্রিয়জনের সাথে করা চ্যাট ডিলেট হয় যায় নিজের অনিচ্ছা শর্ত কারণে। ত আপনিও যদি এরকম সমস্যায় কখনো পড়েছেন তাহলে এই আর্টিকেল টি আপনার অনেক উপকারে আসবে।
মেসেঞ্জারে ডিটিল হওয়া ছবি, মেসেজ ইত্যাদি ফিরিয়ে আনার উপায়
• প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করুন।
• তারপর Settings & Privacy তে ক্লিক করে Settings লেখায় ক্লিক করুন।
• তারপর স্ক্রোল করে একটি নিচে চলে যান এবং Download Your Information লেখায় ক্লিক করুন। আপনি ফেসবুক আইডি খুলার পর থেকে যত পোস্ট, স্টোরি আপলোড করেছেন বা যত কাজ করেছেন তার সকল ডিটেইলস এখানে দেখতে পারবেন। এখন চাইলে আপনি এখান থেকে মেসেঞ্জারের মেসেজ সহ সবকিছুই রিকভার করতে পারবেন।
ত আমি শুধু মেসেঞ্জারের ডিলিট হওয়া মেসেজ রিকভার করে দেখাচ্ছি। আপনারা ঠিক সেইম উপায় সকল কিছু রিকভার করতে পারবেন।
• ত আমি মেসেঞ্জার থেকে এই আইডির সকল টেক্সট ডিলিট করে দিলাম। তারপর Download Your Information অপশনে প্রবেশ করলাম।
এখানে SELECT ALL করা আছে। আমি Deselect all লেখায় ক্লিক করে করে শুধু Massages লেখাটি সিলেক্ট করে নিলাম।তারপর স্ক্রোল করে একটি নিচে চলে যান
• তারপর Date range লেখায় ক্লিক করলাম। এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনি কত তারিখের মেসেজ রিকভার করতে চান সেটা সিলেক্ট করবেন। ত আমি শুধু আজকে ডিলেট হওয়া মেসেটি রিকভার করব। তাই শুধু আজকের তারিখটি সিলেক্ট করে নিলাম। তারপর CREATE FILE লেকায় ক্লিক করবেন।
এখন pending লেখা আসবে। মানে ফেসবুক কতৃপক্ষ কিছু সময় নিয়ে যাচাই- বাচাই করে আমাদের একটি ফাইল প্রভাইড করার জন্য। তাই ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করি।
• ত দেখতে পারছেন ফাইলটি প্রস্তুত হয়ে গেছে। এখন ফাইলটি ডাওনলোড করুন।
• যেই ফাইলটি ডাওনলোড হবে সেটি হচ্ছে জিপ ফাইল। তাই play store থেকে unzip কোনো অ্যাপ ডাওনলোড করে ফাইলটি আনজিপ করে নিবেন। তারপর ফাইটি অপেন করবেন।
• তারপর মেসেজ লেখায় ক্লিক করবেন।
• তারপর inbox লেখায় ক্লিক করবেন।
• তারপর আপনার কাঙ্ক্ষিত ডিলিট করা সকল মেসেজ দেখতে পারবেন।
ত বন্ধুরা এভাবে আপনি আপনার ফেসবুক বা মেসেঞ্জারের ডিলিট হওয়া সকল তথ্য রিকভার করতে পারবেন খুব সহজেই। ত এরকম ট্রিক রিলেটেড আর্টিকেল পেতে নিয়মিত আমাদের সাইটটি ভিজিট করুন এবং আমাদের সাইটের অন্যান্য আর্টিকেল ও পড়তে পারেন। ধন্যবাদ সকলকে।
0 Comments